Amar Sangbad
ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫,

শরীয়তপুরে অবৈধ চিড়িয়াখানা থেকে ৩১ বন্যপ্রাণী উদ্ধার

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:০৪ পিএম


শরীয়তপুরে অবৈধ চিড়িয়াখানা থেকে ৩১ বন্যপ্রাণী উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘মর্ডান ফ্যান্টাসি কিংডম’ নামের একটি শিশু পার্ক ও পিকনিক স্পটের মিনি চিড়িয়াখানা থেকে ১০ প্রজাতির ৩১টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত প্রাণিদের মধ্যে রয়েছে— ভাল্লুক, মিঠা পানির কুমির, বার্মিজ অজগর, সজারু, মেছো বিড়াল, বন বিড়াল, কালিম পাখি, ঘুঘু, টিয়া, বালি হাঁস।

বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ধারা ৬ ও ৩৪(খ) অনুযায়ী বন্যপ্রাণী দখলে রাখা, শিকার, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ আইন পরিপন্থী। এছাড়া ধারা ৩২ অনুযায়ী এসব প্রাণী জব্দ করার ক্ষমতা রয়েছে বন অধিদপ্তরের। উদ্ধারকৃত প্রাণিগুলো প্রথমে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। পরে কিছু প্রাণি প্রকৃতিতে অবমুক্ত করা হবে এবং বাকিগুলো গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

এই অভিযানে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী সার্বিক দিকনির্দেশনা দেন। অভিযানের নেতৃত্ব দেন রথীন্দ্র কুমার বিশ্বাস, যিনি একটি দল নিয়ে অভিযান পরিচালনা করেন। এছাড়া, অভিযানে স্থানীয় প্রশাসন ও ফরিদপুর সামাজিক বন বিভাগও সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, বন অধিদপ্তর অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে—যদি কোথাও বন্যপ্রাণি অবৈধভাবে আটকে রাখার তথ্য পাওয়া যায়, তাহলে নিকটস্থ বন বিভাগ বা বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটকে দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে।

ইএইচ

Link copied!