ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:০৩ পিএম
ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:০৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, তার দল আওয়ামী লীগ এবং তাদের নেতাকর্মীরা গণহত্যায় জড়িত—এটা এখন বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রমাণিত।
বলেন, “আওয়ামী লীগের ইতিহাস হলো পলায়নের ইতিহাস। তার পিতারও স্বাধীনতার ঘোষণা না দিয়ে পালানোর ইতিহাস রয়েছে। আওয়ামী লীগের ইতিহাস হলো গণতন্ত্র হত্যার ইতিহাস। ১৯৭৫ সালে তার পিতা মাত্র ১৩ ঘণ্টায় একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। ক্ষমতায় এসে শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিনের ভোট রাতে করে একদলীয় শাসন কায়েম করেছিলেন। জনগণ তাকে পালাতে বাধ্য করেছে।”
রোববার বিকালে ফেনী শহরের মিজান ময়দানে নির্বাচনকালীন সরকারের রোডম্যাপ ঘোষণার দাবিসহ চার দফা দাবিতে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনুন। এ দেশের মানুষ সংস্কারের চাইতে সংসার বেশি বোঝে। সামনে রমজান আসছে, তাই বাজারে পণ্য সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল করুন। নির্বাচনমুখী সংস্কারে হাত দিন। কোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত করবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।”
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি), চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, গ্রামবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহেনা আক্তার রানু, সদস্য আবদুল লতিফ জনি এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও সদস্য সচিব আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমদ মজুমদার, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নাঈম উল্লাহ চৌধুরী বরাত, মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ।
বক্তারা বলেন, “গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে মহান আল্লাহর বিচার হয়। এখন শেখ হাসিনা, ফেনীর তিন সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ আওয়ামী নেতাদের দ্রুত বিচার ও নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়।”
ইএইচ