Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:০৮ পিএম


বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান পৌরসভায় নিজ বাসা থেকে রুম্পা দাশ নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরুপা পাড়া ২নং গলির বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার সন্তোষ দাশের মেয়ে।

তার স্বামী সৌরভ কুমার ঢালী পুলিশ মেকানিক্যাল বিভাগের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে স্বামী সৌরভ কুমার ঢালী রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ জানালা দিয়ে দেখতে পান। পাশেই ছিল তাদের দেড় বছরের শিশু অভয় কৃষ্ণ।

মৃতের স্বামী সৌরভ বলেন, ‘গতকাল স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে রুম্পা দাশ দেড় বছরের শিশু অভয় কৃষ্ণকে নিয়ে ঘুমাতে যান। আমি অন্য রুমে শুয়েছিলাম। সকালে ডাকাডাকির পরও রুমের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখি। পরে পুলিশে খবর দিলে সবার উপস্থিতিতে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এখন পর্যন্ত এটি আত্মহত্যা মনে হচ্ছে। নিহত কনস্টেবল রুম্পা দাশ দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য বাইরেও যাওয়ার কথা ছিল।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার। তিনি নিহত কনস্টেবল রুম্পা দাশের মা ঝর্ণা দাশের সঙ্গে কথা বলেছেন।

এদিকে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নূর লিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইএইচ

Link copied!