কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:৫০ পিএম
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:৫০ পিএম
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ সদস্যের একটি ডাকাত চক্রকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
রোববার রাতে কাশিমপুরের ১নং ওয়ার্ডের পানিশাইল মোড় এলাকায় মৃত মোশারফ মৃধার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে বাবুল হাওলাদার, শাহজালাল, রাসেল হাওলাদার, ইউসুফ কারিকর এবং কাউসার মিয়াকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিকআপ ভ্যান, একটি লোহার ছুরি, একটি লোহা কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ