Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৩:০৫ পিএম


রাজবাড়ীতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের বড়পুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শহীন আলমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ রাজবাড়ী শাখার আহ্বায়ক মো. সরিফুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান।

এছাড়া সভায় গণ অধিকার পরিষদ জেলা শাখাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কাটা, লটারি ড্র, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ইএইচ

Link copied!