Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:২৭ পিএম


নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) এবং তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই দিন দুপুরে তাদের মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, "ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে এখানো কোনো অভিযোগ পাইনি।"

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, "গুরুতর আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।"

ইএইচ

Link copied!