দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:৫৪ পিএম
দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:৫৪ পিএম
দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উন্নত নার্সিং শিক্ষা ও সেবা কার্যক্রম, বিদেশে কর্ম উপযোগী করে গড়ে তুলতে এবং দক্ষ সম্পদ রপ্তানির লক্ষ্যে জাপানি বিশেষজ্ঞ মেডিসিয়ান নাকাজাতো তিন দিনের সফরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
জাপানি বিশেষজ্ঞ মেডিসিয়ান নাকাজাত বলেছেন, জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে জাপানে নার্স নেওয়া সম্ভব। খুব শীঘ্রই জিয়া হার্ট ফাউন্ডেশন কেয়ার নার্সিং ইনস্টিটিউট থেকে জাপানে নার্স নিয়োগ করা হবে।
তিনি বাংলাদেশের নার্সদের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেছেন, নার্সিং শুধু একটা পেশা নয়, এটি মানবতার সেবা। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি দিনাজপুর নার্সিং কলেজের সাথে যৌথভাবে কাজ করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে চান। তিনি আশা করেন, বাংলাদেশী নার্সদের দক্ষতা উন্নয়ন ও ভাষাগত যোগ্যতা বৃদ্ধি করতে পারলে বাংলাদেশের নার্সরা স্বাস্থ্য খাতে এবং রেমিট্যান্স আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তিনি যৌথ প্রশিক্ষণ এবং জাপানি ভাষা ও ইংরেজি ভাষার উপর গুরুত্ব আরোপ করেন।
এসব কথা তিনি মিট দ্য প্রেসে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
মিট দ্য প্রেসে আরও উপস্থিত ছিলেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আক্তার হক, সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু, ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবীর, কার্যনির্বাহী সদস্য হাফিজুল ইসলাম, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ, সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ