Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

গোয়ালন্দে আ’লীগ নেতার বাড়িতে অপসংস্কৃতি বন্ধের দাবি

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৬:৩২ পিএম


গোয়ালন্দে আ’লীগ নেতার বাড়িতে অপসংস্কৃতি বন্ধের দাবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৮নং ওয়ার্ড ওহেদ শেখের পাড়া  বাইতুল ফালাহ্ জামে মসজিদে, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম মোল্লার বাড়ীতে, মাজার পূজা, বেদাদ ও অপসংস্কৃতি  বন্ধের দাবিতে, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া ওহেদ শেখের পাড়া বাইতুল ফালাহ্  জামে মসজিদে দৌলতদিয়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদ জনতার  ব্যানারে এ আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ আল - জামিয়া  নিজামিয়া আরাবীয়া কওমী  ( দাওরায়ে হাদীস) মাদ্রাসার নায়েবে মুহতামিম, মুফতি শামসুল হুদা এর সভাপতিত্বে গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম ও খতিব, হাফেজ মো. আবু সাঈদ, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব, মুফতি আজম হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সালাউদ্দিন, হাফেজ আ: করিম, মাওলানা আ: লতিফ, মাওলানা আযম আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জহিরুল ও দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা তারেক বিল্লাহ এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য ফজলুল হক, স্থানীয় বাসিন্দা মো: মোসলেম শেখ সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, স্বৈরাচারের আমলে অনেক বেদাদ, শিরক ও মাজারের কাজ হলেও বর্তমানে এ উপজেলায় বা দৌলতদিয়ায় আওয়ামী লীগ নেতা রহিম মোল্লার  বাড়ীতে আমরা মাজার পূজা বা কোন গানবাজনা হতে দেবো না। আমরা এ গান বন্ধের জন্য পুলিশ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন ১৪৪ ধারা জারি করে সেটা বন্ধ করেছে। আমরা চাই এটা সম্পূর্ণ ভাবে বন্ধ হোক। আর এরপরও যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা তৌহিদ জনতা কঠোর ভাবে এটা প্রতিহত করবো।

আরএস

Link copied!