Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫,

জোনায়েদ সাকি

গজলডোবায় বাঁধ নির্মাণ করে একতরফা পানি শাসন করছে ভারত

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট)

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:০০ পিএম


গজলডোবায় বাঁধ নির্মাণ করে একতরফা পানি শাসন করছে ভারত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ভারত গজলডোবায় বাঁধ নির্মাণ করে একতরফাভাবে তিস্তা নদীর পানি শাসন করছে।

তিনি জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী, যেসব দেশ একটি নদীর অববাহিকায় অবস্থান করছে, তাদের সকলকেই নদীর পানি সমানভাবে ভাগ করে নিতে হবে। তবে ভারত সেই আইন লঙ্ঘন করে তিস্তা নদীর গজলডোবায় বাঁধ দিয়ে একপাক্ষিকভাবে পানি নিয়ন্ত্রণ করছে, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে "জাগো বাহে তিস্তা বাঁচাই" স্লোগানে অনুষ্ঠিত তিস্তা নদী রক্ষা আন্দোলনের লাগাতার ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিপুর পয়েন্টে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, "বাংলাদেশ যখন তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি তোলে, তখন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে চাপ দেয়, ফলে বিভিন্ন অজুহাতে বাংলাদেশকে তিস্তার ন্যায্য হিস্যা দেওয়া হয় না।"

তিনি বলেন, "গত ১৫ বছরে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে। ২৪ সালের মধ্যে বাংলাদেশের জনগণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার দাবি তুলেছে, যেখানে বাংলাদেশ কারো কাছে মাথানত করবে না।" তিনি শেখ হাসিনার সরকারকে "ফ্যাসিস্ট সরকার" হিসেবে আখ্যায়িত করে বলেন, "সরকার নিজের গদি টিকিয়ে রাখার জন্য দেশের স্বার্থ ও মানুষের স্বার্থ বিকিয়ে দিয়েছে।"

তিস্তা নদী রক্ষা আন্দোলনের কালীগঞ্জ উপজেলা সমন্বয়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় রংপুর মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামু, রংপুর ও লালমনিরহাট বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরএস

Link copied!