Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫,

অসহায় মানুষের সেবায় ‘মানবিক সাজ্জাদ’

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:০৩ পিএম


অসহায় মানুষের সেবায় ‘মানবিক সাজ্জাদ’

নব্বই বছর বয়সী বৃদ্ধ মো. খালেক হাওলাদার। বরিশাল সদর উপজেলার চরমোনাই রাজার চরে তার বাড়ি। এই বয়সে নাতি-নাতনিদের নিয়ে হেসে খেলে জীবন পার করার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাস- তিনি এখন একা।

বোঝার উপায় নেই তিনি কতটা কঠিন জীবন যাপন করছেন। রাত কাটে স্থানীয় মসজিদের বারান্দায়। তার স্ত্রী মারা গেছেন ২৫ বছর হয়েছে। দু’ মেয়ে এবং চার ছেলের কেউ খোঁজ খবর নিচ্ছে না তার। খুব বেশি চাহিদা নেই জীবনের শেষ লগ্নে এসে। বেঁচে থাকার তাগিদে বর্তমানে ছোটখাটো ব্যবসার মধ্যেই তিনি ভালো থাকার চেষ্টা করছেন।

বরিশাল নগরীর সিটি মার্কেট থেকে বোম্বাই মরিচ কিনে রাস্তার পাশে বসে বিক্রি করেন। তার এই ভালো থাকার সহায়ক হিসেবে বৃদ্ধ চাচার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইভেন্ট- ৮৪ গ্রুপ।

আজ তার হাতে বোম্বাই মরিচের ডালা কিনে দেওয়া হয় বিক্রির জন্য। এর পাশাপাশি তার যেকোনো সমস্যায় পাশে থাকার ঘোষণা দিয়েছে ইভেন্ট- ৮৪ গ্রুপ।

এমন সহযোগিতা পেয়ে শতবর্ষী এই মানুষটার খুশি দেখে হৃদয় ছুঁয়েছে বলে জানিয়েছেন ৮৪ গ্রুপের অ্যাডমিনের দায়িত্বে থাকা বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মানবিক সাজ্জাদ পারভেজ।

তিনি তার এস এসসি ৮৪ ব্যাচের বন্ধুদের সাথে নিয়ে গঠন করা এই গ্রুপটি মানবিক কাজে সহায়তা করে থাকেন।

তাদের ৮৪ গ্রুপের সদস্যরা দেশের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ইতি মধ্যে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের মূল টার্গেট হলো অসহায় মানুষকে সহযোগিতা করা এবং তাদের পাশে থাকা।

আরএস
 

Link copied!