Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫,

মির্জাপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা, গুরুতর আহত ৫

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:০৬ পিএম


মির্জাপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা, গুরুতর আহত ৫

টাঙ্গাইলের মির্জাপুরে দুবাই প্রবাসীর জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়দাম গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সকালে উপজেলার লতিফপুর ইউনিয়নের বড়দাম গ্রামের প্রবাসী আবু রায়হানের বসতবাড়ির আঙ্গিনার জমি দখলের চেষ্টা করে ওই গ্রামের শাকিব, আতিক, সাঈদ, সজিবসহ বেশকয়েকজন লাঠিয়াল বাহিনী। প্রবাসীর পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ওপর  দা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন, প্রবাসী আবু রায়হান, তার বাবা আব্দুস সালাম, বড় ভাই জাকির হোসেন, ফুপু ছুরিয়া, চাচা সানোয়ার। তারা গুরুতর আহত অবস্থায় জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন। পরে প্রবাসী আবু রায়হান ১০ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় এজাহার দায়ের করেন।

অভিযুক্ত সজিব বলেন, তারা আমাদের জমিতে পিলার নির্মাণ করছিলেন। তাদেরকে বাধা-নিষেধ করায় মারামারির ঘটনা ঘটেছে। তাদের হামলায় আমাদের ৬ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সরজমিন তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএস
 

 

Link copied!