এম এ মান্নান, চৌগাছা (যশোর)
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:১৮ পিএম
এম এ মান্নান, চৌগাছা (যশোর)
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:১৮ পিএম
যশোরের চৌগাছায় আগুন লেগে পাঁচ জন কৃষকের পানের বরজ ও পটল ক্ষেত পুড়ে গেছে। রবিবার বিকেলে উপজেলা সুখপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এদিন বিকেলে হঠাৎ আগুন লেগে উপজেলা সুখপুকুরিয়া গ্রামের পাঁচ কৃষকের ফসলের ক্ষেত পুড়ে গেছে। এ সময় সুখপুকুরিয়া গ্রামের কৃষক নাজিমুদ্দীনের ১০ কাটা ও নুর ইসলামের ১০ কাটা পটল ক্ষেতে ও কৃষক মিজানুর রহমানের ১২ কাটা, মাহবুব রহমানের ৭ কাটা ও সেলিম রেজার ১২ পানের বরজে আগুন লেগে পুড়ে যায়। এতে ওই পাঁচ কৃষকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এ ক্ষতির কারণে দিশাহারা হয়ে পড়েছেন। কৃষকরা জানান, পানের বরজের নিকটে বৈদ্যুতিক পিলারে ট্রান্সফরমার রয়েছে। সেটি ব্লাস্ট হয়ে আগুনের ঘটনা ঘটতে পারে। পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের দাবী বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে এ আগুনের সৃষ্টি হতে পারে না।
পানচাষিরা বলেন, পান বরজের বয়স মাত্র ৩ হয়েছে। প্রতি মাসে এ বরজ থেকে তাদের প্রায় লাখ টাকার পান বিক্রি হতো। পটল চাষীরা বলেন, ফলন্ত পটলের ক্ষেত এ বছর এ জমি থেকে প্রায় ২ লাখ টাকার পোটল বিক্রি হতো। গত বছর এই একই মাঠে আলাউদ্দীন নামে এক কৃষকের প্রায় ৫ বিঘা পানের বরজ একই ভাবে আগুনে পুড়ে যায়। এতে তার প্রায় ৮০/৯০ লাখ টাকার ক্ষতি হয়। তারা জানান সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন ক্ষতিগ্রস্ত পানবরজ ও পটল ক্ষেত পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি বলেন, পানবরজে কাজ করার সময় শ্রমিকরা বিড়ি খায় বিড়ির আগুন থেকেও এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে যে ভাবেই হোক না কেন কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, ক্ষতিগ্রস্ত পানবরজ ও পটল ক্ষেত পরিদর্শন করেছি। তাদের অনেক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে পুড়াপাড়া পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম হাবিবুল্লাহ জনি বললে, বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্টের কারণে এ আগুন লাগেনি।
আরএস