Amar Sangbad
ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫,

ইয়াবাকাণ্ডে কক্সবাজারের এসপি রহমত উল্লাহ প্রত্যাহার

মো. আবদুল হালিম, কক্সবাজার

মো. আবদুল হালিম, কক্সবাজার

ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:২৯ পিএম


ইয়াবাকাণ্ডে কক্সবাজারের এসপি রহমত উল্লাহ প্রত্যাহার

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে তিন লাখ ইয়াবা বিক্রির সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজল করিম স্বাক্ষরিত এক আদেশে বলেন, জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি রহমত উল্লাহকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।

আরএস

 

Link copied!