মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:৫১ পিএম
মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৮:৫১ পিএম
ফেনীর সদর উপজেলার হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে একটি পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক ফেনীর উদ্দেশ্যে রওনা করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে পিকআপটি মহাসড়কে উল্টে যায়।
এ সময় পিকআপে থাকা শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে দ্রুতগামী অপর একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র আরও জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস রয়েছে। এ ঘটনায় ঢাকামুখী যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তর করা হবে।
আরএস