নাটোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৩:০৭ পিএম
নাটোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৩:০৭ পিএম
নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে শহরের মাদরাসা মোড় এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে জেলা আমির ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমির দেলোয়ার হোসেন, অধ্যাপক ইউনূস আলী ও জেলা সেক্রেটারি সাদেকুল ইসলাম বক্তব্য প্রদান করেন। তারা বলেন, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সমাবেশ শেষে নাটোর জেলা জামায়াতে ইসলামী নেতাকর্মীরা মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি মিছিল বের করে ছায়াবানী মোড় হয়ে আবার মাদ্রাসা মোড়ে ফিরে মিছিল শেষ করেন।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনেকের কারামুক্তি হলেও এখনও জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কারাবন্দী রয়েছেন।
ইএইচ