ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৪:২৫ পিএম
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৪:২৫ পিএম
অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করায় চাঁদপুরের ফরিদগঞ্জের দুই ব্রিকফিল্ড পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার চরবশন্ত এলাকায় অবস্থিত (টিএনবি) ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন অবস্থিত গাজীপুর বাজার সংলগ্ন মাহবুব চেয়ারম্যান (এমসিবি) ব্রিকফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।
জানা যায়, টিএনবি ও এমসিবি ব্রিকফিল্ডকে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯" ভঙ্গ করায় ওই দুই ব্রিকফিল্ডকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনা পূর্বে লাইসেন্সসহ সকল বিধিমালা মেনে ইট ভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান জানান, অবৈধ ইটভাটা পরিচালনা করায় ২০১৯ এর ১৫/১ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের চাঁদপুরের প্রকৌশলী মো. হান্নান, পরিদর্শক সরমিতা আহমেদ লিয়া, ফরিদগঞ্জ বন ও পরিবেশ অফিসার মো. কাউছার আহমেদ, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও ফরিদগঞ্জ থানার এএসআই কাউসার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন।
ইএইচ