চৌগাছা (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৬:৩৭ পিএম
চৌগাছা (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৬:৩৭ পিএম
যশোরের চৌগাছায় এক কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচ গরু চুরি হয়েছে। এ ঘটনায় কৃষকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের মৃত আনোয়ার হোসেন আনুর ছেলে কৃষক মন্টু হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মন্টু হোসেন জানান, তিনি পেশায় কৃষক। সম্প্রতি তিনি অনেক কষ্ট করে একটি পাকা গোয়াল ঘর নির্মাণ করেছেন, যেখানে তিনি গরু পালন শুরু করেছিলেন। তার গোয়াল ঘরে ২টি উন্নত জাতের গাভী, দুটি বাছুর ও একটি বকনা ছিল। প্র
তিদিনের মতো রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। ভোরবেলা ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গিয়ে দেখেন গেটের তালা ভেঙে চোরেরা সব গরু চুরি করে নিয়ে গেছে। গোয়াল ঘরে একটিও গরু নেই। অনেক খোঁজাখোঁজি করেও গরুর কোনো সন্ধান পাননি।
তিনি বলেন, "আমি এখন পথের ফকির হয়ে গেছি। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য কমপক্ষে পাঁচ লাখ টাকা।" মন্টু হোসেন বলেন, "আমি চুরি হওয়া গরুগুলো খোঁজাখোঁজি করতে সারাদিন বিভিন্ন স্থানে ছুটাছুটি করছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি।"
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।"
ইএইচ