Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

মাদারীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৭:১৫ পিএম


মাদারীপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার বিকালে মাদারীপুর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী।

মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা এনায়েত হোসেনের সঞ্চালনায় এবং জেলা আমির মাওলানা মোখলেচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস ছোবাহান খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মাদারীপুর পৌরসভা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন, ইসলামী ছাত্রশিবিরের মাদারীপুর জেলা সভাপতি মো. রিফাত হোসেন, কালকিনি, রাজৈর, শিবচর ও ডাসার উপজেলার জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেপোল এলাকায় শেষ হয়।

ইএইচ

Link copied!