Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

আমির খসরু

তিস্তার পানির অভাবে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৮:৫৭ পিএম


তিস্তার পানির অভাবে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পাঁকা রাস্তার মাথায় তিস্তার পাঁড়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, তিস্তার পানির অভাবে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি আন্তর্জাতিকভাবে ন্যায় ও নীতি অনুসরণযোগ্য। সকলের দাবি, পানি বণ্টনের ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের এলাকায় ইতিমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে। জনগণ বাড়িঘর ফেলে চলে যাচ্ছে।

বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছেন, তা বাংলাদেশের হৃদয়ে স্পর্শ করেছে। এর বহিঃপ্রকাশ এই আন্দোলনের মাধ্যমে ঘটেছে। এ আন্দোলন অব্যাহত থাকবে। পানি যতদিন না আসবে, ততদিন আন্দোলন চলতে থাকবে। বাংলাদেশের জনগণের জনসমর্থন ছাড়া এর সমাধান সম্ভব নয়। বিএনপি এই সমস্যার সমাধানে এ আন্দোলন শুরু করেছে।

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি মঙ্গলবার দ্বিতীয় দিনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!