Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

‘দুর্নীতি সম্পর্কিত আইন ও সচরাচর জিজ্ঞাসা’: গ্রন্থের মোড়ক উন্মোচন

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:৫৯ পিএম


‘দুর্নীতি সম্পর্কিত আইন ও সচরাচর জিজ্ঞাসা’: গ্রন্থের মোড়ক উন্মোচন

কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা নার্গিসের আইন বিষয়ক মৌলিক ও গবেষণাধর্মী গ্রন্থ ‘দুর্নীতি সম্পর্কিত আইন ও সচরাচর জিজ্ঞাসা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেশাল জজ ও সিনিয়র জেলা জজ মো. মহসিনুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১, ২ ও ৩-এর বিচারক (জেলা জজ) নাজমুল হক শ্যামল, রেজাউল করিম চৌধুরী, মো. সারোয়ার আলম এবং কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

এছাড়া অতিরিক্ত জেলা জজসহ জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টের সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা থাকলেও পদ্ধতিগত জ্ঞানের অভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে দুদকের তদন্তকারী কর্মকর্তা এমনকি আইনজীবীরাও প্রায়োগিক বিষয়ে ভুল করেন এবং বিভ্রান্তির সম্মুখীন হন।

এ বিষয়ে বাংলাদেশে মানসম্মত কোনো আইনগ্রন্থ না থাকায় সাবরিনা নার্গিস তার দীর্ঘদিনের দুদক প্রসিকিউশনের অভিজ্ঞতা দিয়ে এই গ্রন্থ রচনা করেছেন। বক্তারা মনে করেন, এই গ্রন্থ দুর্নীতি, সংশ্লিষ্ট আইন এবং দুর্নীতি দমন কমিশনের কার্যপরিধি বুঝতে সাধারণ মানুষ থেকে শুরু করে তদন্তকারী কর্মকর্তা, আইনজীবী ও বিচারকদের জন্য সহায়ক হবে।

বিচারক, আইনজীবী, দুদকের কর্মকর্তা-কর্মচারী, গবেষক, আইনের শিক্ষক-ছাত্র, সরকারি দপ্তর এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীসহ সাধারণ মানুষের জন্য এই গ্রন্থ অত্যন্ত কার্যকর হবে বলে সকলে অভিমত ব্যক্ত করেন। বক্তারা এমন শ্রমসাধ্য কাজের জন্য লেখককে ধন্যবাদ জানান।

লেখক সাবরিনা নার্গিস বলেন, দুদকে দীর্ঘদিন কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, শুধু পদ্ধতিগত ত্রুটি ও সঠিক আইনের প্রয়োগের অভাবে অনেক বড় বড় দুর্নীতির মামলায় আসামিরা পার পেয়ে গেছেন। হাজার হাজার কোটি টাকা জরিমানা করার পরেও পদ্ধতিগত জ্ঞানের অভাবে বিপুল পরিমাণ অর্থ আদায় করা সম্ভব হয়নি। ফলে দুর্নীতিবাজরা আরও উৎসাহী ও আগ্রাসী হয়ে উঠেছে। এই অভিজ্ঞতা থেকেই তিনি এই গ্রন্থ রচনা করেছেন।

বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ইউপিএল (ইউনিভার্সিটি প্রেস লিমিটেড) থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। ঢাকা বইমেলার ৫ নম্বর প্যাভিলিয়নে গ্রন্থটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডট কম, আমাজন এবং লন্ডন থেকেও বইটি সংগ্রহ করা যাচ্ছে। বইমেলা উপলক্ষে ইউপিএল গ্রন্থটির ওপর ২৫% মূল্যছাড় দিয়েছে।

ইএইচ

Link copied!