Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান ডালিম গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিাধি:

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিাধি:

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:৪০ পিএম


আড়াইহাজারের  ইউপি চেয়ারম্যান ডালিম গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 
এর আগে মঙ্গলবার দিবাগত (১৮ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হেয়েছ। ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এ কে এম ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ২ বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে তাকে আটক করার পর বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

নারায়ণগঞ্জের ডিবির ওসি হাবিবুর রহমান জানান, ফাইজুল হক ডালিমকে সোনারগাঁ থানার মামলা নং ১৬ তারিখ-২৪/৮/২০২৪ ইং  মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিআরইউ 
 

Link copied!