কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:৫৯ পিএম
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৪:৫৯ পিএম
গাজীপুরের কাশিমপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ০২.১০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের পূর্ব এনায়েতপুরের মিজান মার্কেট এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,গাজীপুর মহানগরের কাশিমপুর থানার পূর্ব এনায়েতপুর(সবুজ কানন)এলাকার আবুল হাসেম এর ছেলে মনির হোসেন,একই এলাকার মৃত আজম আলীর ছেলে নায়েব আলী,এছাড়াও একই ওয়ার্ডের পূর্ব বারেন্ডা(সিরাজগঞ্জ পট্টি)এলাকার মৃত আব্দুছ সামাদের ছেলে সোহেল রানা এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার দর্গাচরণ এলাকার সিরাজ হোসেনের ছেলে মাসুদ রানা।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিআরইউ