Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:০৪ পিএম


নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটির এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ১৯ ফেব্রুয়ারি শহরের ডাক বাংলো সংলগ্ন নিউরন নার্সিং কোচিং সেন্টারে ওই সভার আয়োজন ছিল।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটি নীলফামারী জেলা শাখার অন্যতম সংগঠক আখতারুজ্জামান খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নীলফামারী জেলা শাখার আরেক অন্যতম সংগঠক মো. শরিফ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির নীলফামারী জেলা শাখার একনিষ্ঠ সদস্য প্রকৌশলী মো. নাজমুল শাহ,নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন,সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট নুর মোহাম্মদ, মো. আজহারুল ইসলাম রাজা,সাংবাদিক সেলিম রেজা,মশিউর রহমান ,মাসুদার রহমানসহ অনেকে।

সভায় বক্তারা বলেন,আগামীতে এ দল বৃহৎ পরিসরে বিস্তার লাভ করবে। দেশে একটি নিরপেক্ষ রাজনৈতিক দল থাকবে আর সেটি হল জাতীয় নাগরিক কমিটি। আমরা জনগনের সাথে থাকবো সততার সাথে। কাজ করবো জনগণের পক্ষে তা হবে কোন বিনিময়ে না। বক্তারা বলেন,এদেশে অনেক দলের আবির্ভাব হয়েছিল কিন্তু মিথ্যের কারণে ওই দলগুলো বাঁধাগ্রস্ত হয়ে তা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটি হবে সত্যবাদী নেতা কর্মীর আশ্রয় স্থল। নেতাদের আচরণ,ব্যবহার,সত্য কথায় জনগন এ দলের পক্ষে আগ্রহী হয়ে কাজ করবে।

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি। আমরা তাঁকে সম্মান দিতে পারি নেই। আদালতের কাঠগড়ায় উঁচু সিঁড়ি বেয়ে তাঁকে নেয়া হয়েছিল। এটি ছিল অত্যন্ত দুঃখজনক। শেষে অভ্যুস্থানে যারা মৃত্যুবরণ করেছেন সেই সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

বিআরইউ 
 

Link copied!