অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:৩৮ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:৩৮ পিএম
যশোরের অভয়নগরে নৌযান ও নৌপথে নিরাপত্তাসহ শৃঙ্খলা ফেরাতে ভৈরব নদে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌপরিবহণ অধিদপ্তর। পাঁচ ঘণ্টায় ৪১টি জাহাজে অভিযান চালিয়ে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা মিনিট পর্যন্ত নৌপরিবহণ অধিদপ্তরের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ অভিযান পরিচালনা করেন। আর এ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন রুপসা স্টেশন খুলনা ও নৌপুলিশের চৌকস দল।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, নৌপথে শৃঙ্খলা ফেরাতে ও লাইটার জাহাজের সংকট বন্ধে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু করা হয়। ভৈরব সেতু সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে অভিযান চালানো হয়। এসময় ১২ টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২টি জাহাজে দুই লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। শৃঙ্খলা ফেরাতে সব ধরনের নৌপথে নৌপরিবহণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন, খুলনা নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম, খুলনা নৌপুলিশের এসআই রণজিত কুমার সেন প্রমুখ।
বিআরইউ