Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

বেলকুচিতে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৫:৪৭ পিএম


বেলকুচিতে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে অস্ত্র আইনে গোপাল চন্দ্র (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত গোপাল চন্দ্র বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের এপিপি মো. হাদীউজ্জামান সেখ (হাদী) জানান, অস্ত্র মামলার রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি রেজাউল করিম প্রামানিককে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ২০১৮ সালের ১০ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে গোপাল সুত্রধরকে আটক করলেও অপর আসামি রেজাউল করিম পালিয়ে যায়। পরে গোপাল চন্দ্রের দেহ ও সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। 

সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাম প্রদান করেন।

বিআরইউ 
 

Link copied!