Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

পিরোজপুর গণধিকার পরিষদ কর্তৃক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ, পিরোজপুর

মাসুম বিল্লাহ, পিরোজপুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৬:৫৮ পিএম


পিরোজপুর গণধিকার পরিষদ কর্তৃক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ ও গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে পাঁচ দফা দাবিতে পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৯ শে ফেব্রুয়ারি) শহরের সিও অফিস মোড়ে বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, পিরোজপুর জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম সোহাগ, এছাড়াও যুব‌ অধিকার পরিষদের সহ-সভাপতি মাওলানা নাঈম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ইমাম হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউসুফ শেখ, নাজিরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি, জহিরুল ইসলাম বাবুল, জিয়া নগর উপজেলা সভাপতি আলাউদ্দিন, ভান্ডারীয়া উপজেলা সভাপতি জোবায়ের আহমেদ, সহ জেলা উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

নেতারা তাদের বক্তব্যে বলেন, অনতিবিলম্বে গণঅভ্যুত্থানে আহত নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে এবং গণহত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে সংগঠিত করতে হবে, এবং সাধারণ জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরএস
 

Link copied!