Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

আমির খসরু মাহমুদ

দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৭:৪৩ পিএম


দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,আইনশৃঙ্খলা উন্নয়ন ও দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। 

১৯ ফেব্রুয়ারি বুধবার জেলা শহীদ মিনার সড়কে আয়োজিত বিকাল ৩টার সমাবেশে দুপুরের পর থেকে জেলা বিএনপি,ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,শ্রমিক দল,মহিলা দলেসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে।বেলা বাড়ার সাথে সাথে সমাবেশস্হল লোকে লোকারণ্য হয়ে ওঠার কারণে সমাবেশটি মহাসমাবেশ হয়ে ওঠে।সমাবেশ চলাকালীন তীল ধারনের ঠাই নাই পরিস্থিতি তৈরি হয়। জেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও এসময় সাধারণ জনতার অভূতপূর্ব উপস্হিতির কারণে সমাবেশটি স্মরণকালের সমাবেশ হিসাবে নোয়াখালীর ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে।

নোয়াখালী বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান বরকত উল্যা বুলু, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন,মাহবুবের রহমান শামীম, হারুনুর রশীদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বজলুল করীম চৌধুরী আবেদ,গোলাম হায়দার (বিএসসি)অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, মাহাবুব আলমগীর আলো, কাজী মফিজুর রহমান,বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত নারী শামীমা আক্তার বুলুসহ নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সমর্থকগণ।

প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা এখন অনেক পরিপক্ব। এটা কেউ কেড়ে নিতে পারবে না।শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি অন্তর্বর্তী সরকার গঠন হয় আমাদের সমর্থনে।এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে জাতীয় নির্বাচন দেওয়া।বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দিতে আহ্বান জানান।সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ বিএনপি মেনে নেবে না।তাদের সেই দায়িত্ব কেউ দেয়নি।তিনি আরো বলেন,জবাবদিহিতা নিশ্চিত করতে হলে,জনগণকে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের বিকল্প নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আপনারা গ্রহণযোগ্যতা হারাবেন। আর গ্রহণযোগ্যতা হারালে আপনাদের অবস্থা হাসিনার মতোই হবে।

আরএস 
 

Link copied!