Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

২৬ সালের মেয়াদ ২৪ সালে শেষ!

সাবেক আইসিটি মন্ত্রী পলকের ভগ্নিপতি মাসুদের আমলনামা, পর্ব : ০১

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৮:৩৬ পিএম


সাবেক আইসিটি মন্ত্রী পলকের ভগ্নিপতি মাসুদের আমলনামা, পর্ব : ০১

রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল  পদ্মা মেঘনা ও যমুনার ক্ষমতাধর কর্মকর্তার নাম মো. মাসুদুর রহমান।তিনি সাবেক আইসিটি মন্ত্রী পলকের ভগ্নিপতি।আইসিটি মন্ত্রীর ভগ্নিপতি হওয়ার সুবাদে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল  পদ্মা মেঘনা ও যমুনাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মতো গড়ে তুলেছিলেন। অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ইত্যাদির মাধ্যমিক  টাকার পাহাড় গড়েছেন বলে অভিযোগ।টাকা পাচর করার জন্য দেশের বাইরে গিয়েছেন বলে জানিয়েছেন খোদ তার সময় থাকা এক সিনিয়র কর্মকর্তা।

২০২৪ সালের ৩০ এপ্রিল অবসরে না পাঠিয়ে আরো দুই বছরের জন্য দুই বছরের জন্য অর্থাৎ  ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত পদ্মা অয়েলে কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আ.লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই  ১২ আগস্ট বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন(বিপিসি)চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।দুই বছরের মেয়াদ শেষ না করে ব্যক্তিগত ও শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক আইসিটি মন্ত্রীর ভগ্নিপতি মো:মাসুদুর রহমান।তার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সাবেক আইসিটি মন্ত্রী।আ.লীগ সরকার যাওয়ার পর পদত্যাগ করে আরাম-আয়েশ জীবনযাপন করছেন।অনেকের প্রশ্ন তার জ্ঞাতয় বহির্ভূত  অর্থ ও সম্পদের কেন খোঁজ করা হচ্ছেনা।

দৈনিক আমার সংবাদের সাথে কথা হয় মো. মাসুদুর রহমানের সাথে। তিনি বলেন,আ.লীগ সরকারের সময়ে আমার মতো চুক্তিভিত্তিক যারা ছিলো সকলে পদত্যাগ করেছে।কেন করেছে নিশ্চয়ই আপনি ভিতরের খবর জানেন।আমি চাকুরি জীবনে সততার সাথে চাকরি করেছি।আমার বিদেশ যাওয়ার সাথে টাকা পাচারের কোনো সম্পর্ক নেই।

আরএস

 

Link copied!