ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:১৪ পিএম
ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৯:১৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেছেন, পতিত ফ্যাসিবাদের দোসররা দেশের সর্বত্র জেঁকে বসে আছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিগত স্বৈরাচার সরকার তিনটি জাতীয় নির্বাচনে জনগণের সাথে তামাশা করেছে। বাংলাদেশের মানুষ এরকম তামাশা আর কাউকে করতে দেবে না।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী শহরের পাঠান বাড়ি রোড সংলগ্ন মহিলা মাদ্রাসা মাঠে ১০নং ওয়ার্ড জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১০নং ওয়ার্ড সভাপতি মাওলানা আরফান উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মুফতি আবদুল হান্নান।
ওয়ার্ড সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন শাহেদীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা পেশাজীবী শাখার সভাপতি আবু বকর সিদ্দিক মানিক, শহর জামায়াত আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও শহর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ১০নং ওয়ার্ড নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, ১০নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল আলম ও ফালাহিয়া মাদ্রাসা শাখার শিবির সভাপতি মুহাইমিনুল ইসলাম সাইমুন প্রমুখ।
সম্মেলনে বক্তারা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন।
আরএস