Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫,

সড়ক দুর্ঘটনায় আমার সংবাদের বামনা প্রতিনিধি নির্ঝর কান্তি মারা গেছেন

বরগুনা প্রতিনিধি:

বরগুনা প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০২:২১ পিএম


সড়ক দুর্ঘটনায় আমার সংবাদের বামনা প্রতিনিধি নির্ঝর কান্তি মারা গেছেন

দৈনিক আমার সংবাদের বরগুনার বামনা উপজেলা প্রতিনিধি নির্ঝর কান্তি বিশ্বাস ননী (৫৫) মারা গেছেন।

বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে, বুধবার বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি দুই কন্যা ও স্ত্রীসহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।

বুধবার বিকালে মোটরসাইকেলে তার নিজ বাড়ি থেকে পাবনা শহরে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকা প্রেরণ করেন।

চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে দৈনিক আমার সংবাদ সম্পাদকসহ আমার সংবাদ পরিবার গভীর শোকাহত।

বিআরইউ/ইএইচ

Link copied!