Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

নাসিরনগরে ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০২:৩২ পিএম


নাসিরনগরে ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোহাম্মদ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশ নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ধরমন্ডল গ্রামের একটি বসত ঘরে অভিযান পরিচালনা করে মোহাম্মদ আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত মোহাম্মদ আলী ধরমন্ডল গ্রামের মো. রজব আলীর পুত্র।

বিশেষ সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম এর দিক নির্দেশনায়,এসআই নুরে আলম,এ এসআই মো.কুদ্দুছ আলী সহ একটি অভিযানিক দল
গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আাসামির বসতঘর তল্লাশি করে ঘরের ভেতর থেকে ৩০ পিস ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করে আলামত সহ তাকে  থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।যথাযথ প্রক্রিয়া তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিআরইউ

Link copied!