শাহজাহান সেলিম বুলবুল, সিলেট
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:৩৮ পিএম
শাহজাহান সেলিম বুলবুল, সিলেট
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:৩৮ পিএম
সিলেটে অভিনব কৌশলে ভারতীয় ‘বুঙ্গার’ চিনি পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে চিনির বস্তা বোঝাই করে তার উপর বালু চাপা দেওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। ৯০০ টাকার বালুর নিচ থেকে পুলিশ প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে।
সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরাণ থানা পুলিশ।
এ সময় চোরাকারবারে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি পুলিশের নজরে আসে।
পরে পুলিশ ৩০ ফুট বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। ৩০ ফুট বালুর মূল্য ৯০০ টাকা এবং জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক হওয়া দুইজন হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) এবং একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)।
ইএইচ