Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

ধামইরহাটে বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৪:০৫ পিএম


ধামইরহাটে বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান

নওগাঁর ধামইরহাট উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নতুন শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আব্দুল গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বিদ্যোৎসাহী সদস্য মো. তাইমুর রহমান, প্রভাষক সুলতান মাহমুদ প্রমুখ।

২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সবশেষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!