Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

মহম্মদপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৪:১২ পিএম


মহম্মদপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

মাগুরার মহম্মদপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সাথে প্রেসক্লাব মহম্মদপুরের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে এবং প্রেসক্লাব মহম্মদপুরের সহ-সভাপতি মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাপ্তাহিক মহম্মদপুর বার্তা‍‍`র সম্পাদক সালাহউদ্দীন আহমেদ মিলটন, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, যুগ্ম-সম্পাদক রাসেল পারভেজ, এনটিভির প্রতিনিধি মো. জালাল উদ্দীন হাক্কানী, কোষাধ্যক্ষ মো. আশিকুর রহমান লিটন, সদস্য আবুল খায়ের রনি, তুষার আহমেদ, খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার তার বক্তব্যে বলেন, মহম্মদপুর উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!