Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

শেবামেকে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৪:৩০ পিএম


শেবামেকে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দ রোডে অবরোধ করে তারা।

এর আগে একটি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১টি পদে শিক্ষক রয়েছেন। বাকী ১৭৩টি পদ শূন্য, যার ফলে তাদের শিক্ষা দানে ব্যাপক বিঘ্ন ঘটছে।

এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে গত সোমবার থেকে কলেজে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করেছে তারা। কিন্তু তাদের দাবি মানা হয়নি। এর মধ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে।

শিক্ষার্থীদের দাবি, অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দাবির প্রতি প্রহসন। তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছে এবং সড়ক অবরোধ করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষক সংকটের কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি এবং শিক্ষক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!