Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

সাদুল্লাপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৪:৩৬ পিএম


সাদুল্লাপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার।

এ সময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম রেজা, দৈনিক সংবাদের খোরশেদ আলম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. মশিউর রহমান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো. জালাল উদ্দিন, দৈনিক করতোয়ার প্রতিনিধি মো. আনায়ারুল ইসলাম, সমকালের প্রতিনিধি শাহজাহান সোহেল, এনটিভির প্রতিনিধি পি এম লিটন, আরো উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি সোলায়মান সরকার, কালবেলার তোফায়েল হোসেন জাকির, শামীম জাহাঙ্গীর, লিটন চন্দ্র প্রমুখ।

ইএইচ

Link copied!