ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:১০ পিএম
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:১০ পিএম
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টারের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভার রেলগেট, আশরাফুল উলুম মাদরাসার পেছনে ও শহরের বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও কবি-নাট্যকার সৈয়দ মাসুদুর রহমান রাজা, প্রকাশ পণ্ডিত, নাসিবুর রহমান সাহেল, তুষারসহ আরও অনেকে।
অভিযান চলাকালে বিপুল মাস্টার বলেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের পরিবেশ ও সমাজকে ভালো রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে। সংসারের ও গৃহস্থালির ময়লা-আবর্জনা যেন আমরা নির্দিষ্ট স্থানে ফেলি।"
পৌর প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "যেসব স্থানে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে, সেখানে যেন ডাস্টবিনের ব্যবস্থা করা হয়।"
ইএইচ