মোহাম্মদ আলী, বগুড়া
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:৪০ পিএম
মোহাম্মদ আলী, বগুড়া
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:৪০ পিএম
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদরাসায় ২০২৫ সালের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
চন্দনপুর ইউনাইটেড দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আটমুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক জ্ঞানগর্ভ আলোচনা করেন অত্র মাদরাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- সহকারী সুপার মো. রেজাউল করিম, সহকারী মৌলভী হারুন অর রশিদ, এরশাদ আলী, মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন, বিদ্যুৎ কুমার, শফিকুল ইসলাম, নারগিস আক্তার, নাসরিন আক্তার, শহিদুল ইসলাম প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
ইএইচ