ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:৪৪ পিএম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৫:৪৪ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসিনা বেওয়া (৭১) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী।
ঘটনাস্থলে থাকা ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, পরিবার, এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের তদন্ত করে জানা গেছে নিহত বৃদ্ধা সত্যিকারেই মানসিক রোগী ছিলেন। তিনি নিজেই তার ছেলের প্রাইভেট পড়ার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এব্যাপারে নিহতের ছেলে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।
ইএইচ