Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

বড়লেখায় আমার সংবাদের সাংবাদিকে ওপর হামলা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:০৮ পিএম


বড়লেখায় আমার সংবাদের সাংবাদিকে ওপর হামলা

মৌলভীবাজারের বড়লেখায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মো. রুয়েল কামাল আহত হয়েছেন।

এ সময় তার সঙ্গে থাকা অপর দুই সাংবাদিকও হামলা ও হেনস্তার শিকার হন। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বড়লেখা থানায় নুরুস সামাদ সাইরুলসহ অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সফরপুর এলাকায় বড়লেখা-জুড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে। এমন সংবাদ পেয়ে ৩ সাংবাদিক ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে যাওয়ার পূর্বে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম সারওয়ারকে মাটি কাটার বিষয়টি অবগত করতে মুঠোফোনে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তিনি রহস্যজনকভাবে ফোন রিসিভ করেননি।

পরে সংবাদকর্মীরা মহাসড়কের পাশ থেকে মাটি কাটার ছবি ধারণ করতে গেলে সফরপুর গ্রামের মো. নুরুস সামাদ সাইরুল প্রচণ্ড ক্ষিপ্ত হন। তিনি সাংবাদিকদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ফুটেজ ডিলেট করতে বাধ্য করেন। এরপর দৈনিক আমার সংবাদের বড়লেখা প্রতিনিধি রুয়েল কামালের ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ও টাকা ছিনতাই করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, নুরুস সামাদ উরফে সাইরুল দীর্ঘদিন ধরে উর্বর ফসলি জমি থেকে মাটি বিক্রি করছেন। বুধবার আনুমানিক বিকাল সাড়ে ৪টায় সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে আসেন এবং দুই একটি ছবি ধারণ করেন। এ সময় জমি ও গাড়ির মালিক সফরপুর গ্রামের নুরুস সামাদ সাইরুল সংবাদকর্মীদের ওপর মোটরসাইকেল তুলে দেওয়ার চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে এক পর্যায়ে সাংবাদিক রুয়েল কামালের ওপর রড দিয়ে হামলা চালান এবং জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নিয়ে অণ্ডকোষে চাপ দেন।

সাথে থাকা সাংবাদিক মাসুম আহমেদের মোবাইল ছিনিয়ে নিতে হামলা চালানো হয়। সাংবাদিক রুয়েল কামালের চিৎকার শুনে পাশের লোকজন তাকে প্রাণে রক্ষা করেন।

এ সময় সাংবাদিক রুয়েল কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলাকারী নুরুস সামাদ সাইরুল বলেন, ‘দক্ষিণভাগ ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি হিসেবটা নিয়ে যাও," এমন কথা বলে হামলা চালিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনতাই করেন।

এ ব্যাপারে মামলাটি তদন্তকারী কর্মকর্তা মো. মাসুদ পারভেজ জমাদার বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামি ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!