Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫,

ভাঙ্গুড়ায় মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র শিবিরের ক্রিকেট টুর্নামেন্ট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:১৬ পিএম


ভাঙ্গুড়ায় মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র শিবিরের ক্রিকেট টুর্নামেন্ট

সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন—এ স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে শরৎনগর ফাজিল মাদরাসা মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরৎনগর ফাজিল মাদরাসা শাখা এটি আয়োজন করে।

জেলা জামায়াতে ইসলামের তরিকত সেক্রেটারি ও পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ সোহেল আজিজ মহসিন এবং ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা (পশ্চিম) শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয়, সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ।

১০ ওভারের খেলায় মোট ৬টি দল এতে অংশ নিচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

ইএইচ

Link copied!