জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১০:৫২ এএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১০:৫২ এএম
যথাযোগ্য মর্যাদায়,খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২১ ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শের প্রথম প্রহরে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা বিএনপি, পৌর বিএনপির সহযোগি সংগঠন, মাটিরাঙ্গা প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
মধ্যরাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.তফিকুল ইসলাম তৌফিক,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন,সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি,পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,বিএনপির ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ।
এ সময় মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনারে সাধারন মানুষের ঢল নামে।
এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে আজ উপজেলা প্রশাসন,উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ কর্মসূচি পালিত হবে।
আরএস