আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:৫২ পিএম
আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০২:৫২ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক এম.এ রউফ মারা গেছেন।
শনিবার সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক এম.এ রউফ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সকাল থেকে তিনি পেটের সমস্যায় আক্রান্ত হন বলে জানা যায়।
শনিবার সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর বেডে নেওয়া হয়। সেখানে সকাল ৯টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত সাংবাদিক এম.এ রউফ ৯০ এর দশকে মধুপুর থেকে "মধুসাহিত্য" নামে একটি পত্রিকা প্রকাশ করেন, যা পরবর্তীতে "পাক্ষিক মধুবাণী" নামে নিবন্ধিত হয়। দীর্ঘদিন চলার পর পাক্ষিক মধুবাণী পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
তিনি দৈনিক দিনকালের মধুপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং পরে ‘আমার দেশ’ পত্রিকায় মধুপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বিলুপ্ত পাক্ষিক মধুবাণীর সম্পাদক এম.এ রউফের মৃত্যুর খবরে তার সহকর্মী সাংবাদিকরা শোকাভিভূত।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুম সাংবাদিক এম.এ রউফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইএইচ