Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

ফেনীতে ভাষা দিবস উপলক্ষে ফ্রি সুন্নতে খৎনা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:১৭ পিএম


ফেনীতে ভাষা দিবস উপলক্ষে ফ্রি সুন্নতে খৎনা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীতে ফ্রি সুন্নতে খৎনা ও দুই শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূইয়া স্মৃতি পাঠাগার এ আয়োজন করে।

শুক্রবার দিনভর ফেনী সদর উপজেলার ফতেহপুর ইসলামিয়া মাদরাসা মাঠে ফ্রি সুন্নাতে খতনা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

ফাতেহপুর ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, প্রফেসর মমিনুল হক, হেফাজত ইসলামির জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা ইসমাইল হায়দার, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এম জহির চৌধুরী, শর্শদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফয়েজ উল্যাহ, ইবনে হাসমান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন ও শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূইয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আবুল বশর ভূইয়া।

আয়োজকরা জানান, শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূইয়া স্মৃতি পাঠাগারের উদ্যেগে বিগত ১০ বছর ধরে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্নয়, খেলাধুলা ও ফ্রি সুন্নতে খৎনাসহ ঔষধ বিতরণ করে আসছে। এ ধারাবাহিকতায় একুশে ফেব্রুয়ারী উপলক্ষে পাঠাগারের উদ্যেগে ও ইবনে হাসমান হাসপাতালের সার্বিক সহযোগিতায় দশমবারের মতো ফ্রি সুন্নতে খৎনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

এতে দুই শতাধিক শিশুকে খৎনা ছাড়াও ইবনে হাসমান হাসপাতালের উদ্যেগে ৫ শতাদিক রোগীর ব্লাড গ্রুপ নির্ণয় এবং শতাদিক রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হয়। 
পাঠাগারের সভাপতি আবুল বশর ভূইয়া আমার সংবাদকে জানান, প্রতিটি খৎনা করা শিশুকে লুঙ্গি, গেঞ্জি ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ফেনী ইয়াং স্টার সোসাইটি ও ফতেহপুর রামপুর হেলফুল সোসাইটির সদস্যরা।

ইএইচ

Link copied!