Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:৩২ পিএম


মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

মাদারীপুরে মো. নেয়ামত উল্লাহকে আহ্বায়ক, মাসুম বিল্লাহকে সদস্য সচিব এবং তুষার সাব্যসাচীকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল তাদের ভেরিফায়েড পেজে এ কমিটির ঘোষণা দেন।

৩১২ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্য সচিব, ২৪ জনকে সাংগঠক এবং ১২ জনকে সহ-মুখপাত্র করা হয়েছে। বাকিদের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটি গঠনের বিষয়ে আহ্বায়ক মো. নেয়ামত উল্লাহ বলেন, "এই কমিটি ছয় মাসের জন্য ঘোষণা করা হয়েছে। আমরা প্রথমে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ পর্যায়ে কমিটি গঠন করব। বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে আমরা যেভাবে যুক্ত ছিলাম, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব।"

ইএইচ

Link copied!