ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:০০ পিএম
ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:০০ পিএম
দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। বিদ্যালয়ের সোনালি দিন নিয়ে আলোচনা, গান, নাচ ও আড্ডায় কেটেছে তাঁদের সারাটা দিন। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলো।
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে শনিবার, ২২ ফেব্রুয়ারি সকাল থেকে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় এ মিলনমেলা।
অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম সামছুল হুদার সুযোগ্য মেয়ে এবং প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি, ঢাকা রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিওলজি বিভাগের প্রধান ডা. নাজনীন আখতার।
তিনি গ্রামাঞ্চলের নারী শিক্ষার পথিকৃৎ এবং সমাজসেবায় সর্বদা কাজ করছেন।
অধ্যক্ষ শেখ মো. সফিকুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষিকা ছায়েরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আমিরুল ইসলাম হারুন, মো. ফয়েজ উল্লাহ ভূঁইয়া মানিক, ইমাম উদ্দিন আজাদ, ইদ্রিস মিয়া এবং অত্র বিদ্যালয়ের শিক্ষিকাগণ।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের মধ্যে অনেকেই কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, তন্মধ্যে শিল্পী বেগম, ভুলুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ। আছেন পল্লী বিদ্যুতের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ে কর্মরত।
অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবির মরহুম সামছুল হুদা। তাঁর মৃত্যুর পর অত্র প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য মেয়ে বিশিষ্ট সমাজসেবক ও গ্রাম অঞ্চলের নারী শিক্ষার পথিকৃৎ ডা. নাজনীন আখতার।
তিনি সমাজের অসহায় ও দরিদ্র নারী শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করে সচেতন ও কর্মঠ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ডা. নাজনীন আখতার জীবনের বাঁকে বাঁকে নামক বইটি উপহার দেন।
ইএইচ