চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:১৮ পিএম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:১৮ পিএম
আধুনিক শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ার অঙ্গীকার নিয়ে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় পৌর ৪ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের দক্ষ ও মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মতো আধুনিক ও সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান।” এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল এর উপ-কলেজ পরিদর্শক মো. আবদুস সালাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর সহকারী কলেজ পরিদর্শক সাজিয়া হাসান লুনা, এবং মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহিন মালতিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ ও একাডেমিক ইনচার্জ জুলকার নাঈম।
এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত, কবিতা আবৃত্তি, বক্তৃতা, একক অভিনয় উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা।
ইএইচ