মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:৪৩ পিএম
মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:৪৩ পিএম
হবিগঞ্জের জে.কে.এন্ড এইচ.কে হাই স্কুল অ্যান্ড কলেজ (যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর হাই স্কুল ও কলেজ) এর শতবর্ষ উদযাপন ও আলোচনা সভা শনিবার প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা ও উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালাল আহমেদ চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
সভায় সভাপতিত্ব করেন, প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ভাইস চ্যান্সেলর মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এবং শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থী পূর্ণমিলনী উদযাপন পরিষদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব জি.কে. গউছ সাবেক মেয়র হবিগঞ্জ পৌরসভা।
বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. খন্দকার মো. আশরাফুল মুনিম, ভাইস চ্যান্সেলর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, ড. মো. ফরিদুর রহমান, জেলা প্রশাসক হবিগঞ্জ, এ.এন.এম সাজিদুর রহমান পুলিশ সুপার হবিগঞ্জ, প্রফেসর মো. হারুন মিয়া অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ এবং সভাপতি এডহক কমিটি, প্রভাংশু সোম পৌর প্রশাসক হবিগঞ্জ পৌরসভা, ডা. সাখাওয়াত হাসান জীবন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শাহ মো. আবুল হাসান জে.কে.এন্ড এইচ.কে হাই স্কুল অ্যান্ড কলেজ।
শতবর্ষ উদযাপন উপলক্ষে সকাল ৯টার সময় হবিগঞ্জ শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভায় স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে বিদ্যালয়টি পূর্ণ হয়ে ওঠে মিলনমেলায়।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথিসহ সকল অতিথিরা। অনেকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। রাতে বিভিন্ন সুনামধন্য শিল্পী গান পরিবেশন করবেন।
অনেকে এই পূর্ণমিলনী আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন, কারণ এই আয়োজনে অনেক হারানো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনীর সুযোগ এবং ভালবাসা সৃষ্টি হয়েছে।
ইএইচ