অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৫:০০ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৫:০০ পিএম
যশোরের অভয়নগরে ভুল অস্ত্রোপচারের কারণে আসমা বেগম (৩২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এদিকে শারমিন (২৬) নামের অপর এক অন্তঃসত্ত্বা নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মুখে।
শুক্রবার রাতে উপজেলার নওয়াপাড়া ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
নারীর মৃত্যুতে বিক্ষুব্ধ স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালটি ভাঙচুর ও ঘেরাও করে আন্দোলন করেছে।
মৃত আসমা বেগম মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের শফিফুল ইসলামের স্ত্রী।
অন্যদিকে প্রচুর রক্তক্ষরণের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শারমিন বেগম একই গ্রামের বাবু মোল্লার স্ত্রী।
জানা গেছে, শুক্রবার দুপুর ২টার সময় ওই হাসপাতালে আসমা বেগম ও শারমিন বেগম নামের দুই নারীকে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর ওই দুই রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ফলে অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছানোর পর রাত ৮টার সময় আসমা বেগম নামের নারীর মৃত্যু হয়।
নিহত আসমা বেগমের ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, "আমার বোনকে ফাতেমা হাসপাতালের ডাক্তার সেলাই ঠিক মতো না দেওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা গেছে। ৫ ব্যাগ রক্ত দিয়েও আমরা বোনকে বাঁচাতে পারলাম না। ভুল অস্ত্রোপচারের কারণে আমার বোন মারা গেছে। আমি এর সঠিক বিচার চাই।"
এ বিষয়ে চিকিৎসক ডা. মঞ্জুরুল মোরশেদ রোগীর মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন, "ভুল চিকিৎসা নয়; অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দ্রুত খুলনায় পাঠিয়েছিলাম। কিন্তু এভাবে মৃত্যু হবে ভাবতেও পারিনি।"
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, "আমি রাতে বিষয়টি শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ব্যাপারে যশোর জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, "বিষয়টি আপনার কাছে এইমাত্র জানলাম। এমন ঘটনা ঘটলে তদন্ত করে দেখা হবে। আমার ঢাকাতে প্রোগ্রাম রয়েছে। রোজার আগেই অভয়নগরে ক্লিনিক হাসপাতালে অভিযান করা হবে।"
ইএইচ