Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

মহানবীকে নিয়ে কটুক্তি করায় ঈমান আকিদা সংরক্ষণ কমিটির বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৫:১৪ পিএম


মহানবীকে নিয়ে কটুক্তি করায় ঈমান আকিদা সংরক্ষণ কমিটির বিক্ষোভ

মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় ঈমান আকিদা সংরক্ষণ কমিটি জামালপুর জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার দুপুরে সংগঠনের উদ্যোগে শহরের বিজয় চত্বর মোড়ে এলাকায় সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলাউদ্দীন, সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী সাঈদুর রহমান, সংগঠনের নেতা মুফতী রবিউল ইসলাম, জহিরুল ইসলাম জাহেরী, জাহিদুল ইসলাম, তানভীর মাহতাব, আবু সুফিয়ান, আনোয়ার হোসাইন জামালপুরী, আব্দুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান।

বক্তারা কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের গ্রেপ্তার এবং ধর্ষক আলেফসহ গুম-খুনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

পরে বিক্ষোভ মিছিলটি বিজয় চত্বর থেকে শহরের পাঁচ রাস্তা এলাকায় সংক্ষিপ্ত আলোচনা করেন।

ইএইচ

Link copied!